মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও সেনাবাহিনীর সহযোগিতায় মাদক বিরোধী অভিযানে ১৫ গ্রাম হেরোইন সহ আসাদ নামের এক মাদক ব্যবসায়ী গ্রেফতার।
বুধবার দিবাগত রাতে মেহেরপুর শহরের গোরস্থান পাড়ায় অভিযান চালিয়ে আসাদকে গ্রেফতার করা হয়। আসাদ গোরস্থানপাড়ার আমিরুল ইসলামের ছেলে।
জানা গেছে গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আবুল হাসানের নেতৃত্বে সেনাবাহিনীর সহযোগিতায় গোরস্থান পাড়া এলাকার আজিজুল হক বাদশার পব হেলথ ওষুধের দোকানের পূর্ব পাশে পাকা সড়ক থেকে আসাদকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ১২০ পুড়িয়া হেরোইন যার ওজন ১৫ গ্রাম উদ্ধার করা হয়।
এ ঘটনার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সনের ৩৬ (১)সারনির ৮(খ) ধারাই মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।