মেহেরপুর নিউজ:
পূর্ব শত্রুতার জের ধরে মেহেরপুর সদর উপজেলার বাবরপাড়া গ্রামে নয়ন নামের এক যুবককে জখম করেছে প্রতিপক্ষরা। আহত নয়নকে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, ঘটনার সময় বাবরপাড়া গ্রামের সামসুল হক ও তার ছেলে নয়ন মোটরসাইকেল যোগে মেহেরপুর থেকে বাড়ি ফেরার পথে সুবিদপুর বিশ্বাস পাড়ার মোড়ে মনসাদের ছেলে লিটনের নেতৃত্বে নয়ন, শামীম, ইমন, সেলিম, আরিফুল সহ কয়েকজন যুবক তার মোটরসাইকেলের গতিরোধ করে পিতা পুত্রের উপরে হামলা চালাই। এ সময় তাদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে হামলাকারীরা লিটনের একটি মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা লিটনকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে।
এ ঘটনায় মেহেরপুর সদর থানায় অভিযোগ করার পর মেহেরপুর সদর থানা পুলিশের একটি দল ঘটনাস্হল পরিদর্শন করে। পূর্ব শত্রুতা যে ধরে এ হামলা চালানো হয় বলে জানা গেছে।