মেহেরপুর নিউজ:
বন্যার্তদের সাহায্যার্থে আমরা কয়েকজন ব্যথিত সাংস্কৃতিক কর্মী ও শিল্পীদের উদ্যোগে পথ কনসার্ট থেকে প্রাপ্ত ৬০ হাজার ২১২ টাকা প্রধান উপদেষ্টা ত্রাণ ও কল্যাণ তহবিলে জমা দেওয়া হয়েছে।
সোমবার মেহেরপুর সোনালী ব্যাংক শাখা থেকে প্রধান উপদেষ্টা ত্রাণ ও কল্যাণ তহবিলে এ টাকা জমা দেওয়া হয়। এর আগে মেহেরপুর অরনীর সভাপতি নিশান সাবেরের উপস্থাপনায় শিল্পী উদয়, নান্টু সরকার, ফিরোজ, আশিক, পাপিয়া, জেসমিন, নাজিরা, আরিফ, লাইলী, কানন সহ শিল্পীরা বন্যার্তদের সাহায্য করার লক্ষ্যে মেহেরপুর জেলার বিভিন্ন স্থানে পথ কনসার্টের মাধ্যমে উল্লেখিত অর্থ সংগ্রহ করে।