মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে জেলা যুব মহিলা লীগের সভানেত্রী শামিউন বাসীরা পলি এবং সদর উপজেলা যুব মহিলা লীগের সভানেত্রী ও বর্তমান ভাইস চেয়ারম্যান লতিফুন নেছা লতার মধ্যরাত থেকে শেষ হচ্ছে ভোটের প্রচার-প্রচারণা।
তাই শেষ মুহুর্তে ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন প্রার্থী ও সমর্থকরা। ব্যানার, ফেস্টুন আর পোস্টারে ছেঁয়ে গেছে নির্বাচনী এলাকার পথঘাট। ভোটারদের মন জয়ে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন তারা।
সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে লতিফুন নেছা লতা,সামীউন বাসিরা পলি এবং সাবেক ভাইস চেয়ারম্যান বিএনপির সাংগঠনিক সম্পাদক রোমানা আহমেদ নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করছেন। দলের সিদ্ধান্তের বাইরে নির্বাচনের প্রতিদ্বন্দিতা করায় রোমানা আহমেদকে দল থেকে বহিষ্কার করার করে। যদিও কদিন পূর্বে রোমানা আহমেদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।তারপরও প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে তার নাম রয়ে গেছে। যেহেতু মনোনয়নপত্র প্রত্যাহারের পরে সরে যাওয়ার ঘোষণা দেন, সে কারণে মূলত ৩ জন প্রার্থী সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দের পর রোমানা আহমেদের বিজয় নিশ্চিত ছিল এমনটি ভাবা হলেও দলীয় সিদ্ধান্তের বাইরে নির্বাচন করাই তিনি যেহেতু নিজেকে সরিয়ে নিয়েছেন সেহেতু লড়াই মূলত বর্তমান ভাইস চেয়ারম্যান লতিফুলনেছা লতা এবং মেহেরপুর জেলা পরিষদের সাবেক সদস্য সামিউন বাসীরা পলির মধ্যে। উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান পদে যেমন তেমন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনে দুই যুব মহিলা লীগের নেত্রীর লড়াইটিকে সাধারণ ভোটাররা অন্য চোখে দেখছেন। কেননা একই ধারার দুই নেত্রী এখন পরস্পর পরস্পরের বিরুদ্ধে অবস্থান করছেন। নির্বাচনে প্রচার প্রচারের ক্ষেত্রে কেউ কাউকে ছাড় দেননি।
যুব মহিলা লীগের জেলা সভানেত্রী সামিউন বাসিরা পলির আগে জেলা পরিষদের সদস্য হিসেবে প্রচার প্রচারণা যেমন অভিজ্ঞতা রয়েছে, তেমন লতিফন নেছা লতার পৌর কাউন্সিলর নির্বাচন এবং বিগত বছরে সদর উপজেলা ভাইস চেয়ারম্যান নির্বাচনে প্রচারণার অভিজ্ঞতা রয়েছে। সে ক্ষেত্রে লতিফন নেছা লতার জয়ের পাল্লা ভারী বলে অনেকে মত পোষণ করেছেন। তবে জয় পরাজয় নির্ভর করছে ভোটারদের উপস্থিতির উপর। শেষ পর্যন্ত যে প্রার্থী ভোটকেন্দ্রে যত বেশি ভোটারের উপস্থিতি ঘটাতে পারবেন, তার জয়ের সম্ভাবনা থাকবে বেশি।