মেহেরপুর নিউজ:
আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে মেহেরপুরের সদর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আনারুল ইসলামকে কারণ দর্শাবার নোটিশ দেওয়া হয়েছে।
শনিবার মেহেরপুর জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা ওয়ালিউল্লাহ সদর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আনারুল ইসলামকে কারণ দর্শাবার নোটিশ দেন। এতে আগামী ৪ মে বিকাল চারটার মধ্যে লিখিত ব্যাখ্যা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে নোটিশের জবাব দিতে নির্দেশ দেওয়া হয়।
জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা ওয়ালিউল্লাহ স্বাক্ষরিত কারণ দর্শানোর চিঠিতে বলা হয়, গত ৩ মে চেয়ারম্যান প্রার্থী আনারুল ইসলামের পক্ষে উস্কানিমূলক বক্তব্য বা বিবৃতি, পেশি শক্তি, কিংবা স্থানীয় ক্ষমতা দ্বারা নির্বাচন প্রভাবিত করা বিষয়ে বক্তব্য দেয়ার একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। যা উপজেলা পরিষদ নির্বাচন আচরণ বিধিমালা ২০১৬ এর ১৮(ঘ) ও ৩১ বিধির সুস্পষ্ট লঙ্ঘন। উপজেলা পরিষদ নির্বাচন আচরণ বিধিমালা ২০১৬ এর ১৮(ঘ) ও ৩১ বিধি লঙ্ঘনের দায়ে কেন আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে না?