সাহাজুল সাজু :
মেহেরপুরের গাংনীতে প্রচন্ড গরমে মানুষের হাঁসফাঁস অবস্থা। জ্বর, ডায়রিয়া, নিউমোনিয়া, টাইফয়েড, হিটস্ট্রোকসহ গরমজনিত বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে মানুষ। এতে হাসপাতালে বাড়ছে রোগীর ভীড়। অতিরিক্ত রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ। সব বয়সের মানুষের কষ্ট হলেও এই গরমে সবচেয়ে বেশি কাবু করেছে শিশুদের।
হাসপাতালে ভর্তি রোগীর প্রায় ৭০ শতাংশই শিশু। তাই গরমে সুস্থ থাকতে অপ্রয়োজনে বাড়ির বাইরে না যাওয়া, সুতি কাপড় পরা এবং বেশি বেশি পানি পান করার পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা।
হাসপাতাল সূত্রে জানা গেছে,গেলাে ঈদুল ফিতরের পর হাসপাতালগুলোতে রোগীর ভীড় বাড়ছে প্রায় তিনগুণ। তাদের সিংহভাগই শিশুরোগী। গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রত্যেকটি ওয়ার্ডে রােগী ভর্তি রয়েছে। এসব রােগীদের অধিকাংশই শিশু রােগী। এসব শিশুদের সবাই জ্বর, ডায়রিয়া, নিউমোনিয়া, টাইফয়েড ও শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত। বহির্বিভাগে আরও শিশুর চিকিৎসা দেওয়া হচ্ছে ।
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাক্তার আব্দুল আল মারুফ জানান, আবহাওয়ার পরিবর্তন, গরম আবার ঠান্ডা এবং মায়েদের অসচেতনতার কারণেই এসব রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এছাড়াও গাছ-গাছালি উজাড় হওয়ার কারণে নানা রকম রােগ দেখা দিচ্ছে। এদিকে সরেজমিনে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, অন্য যে কোনো সময়ের চেয়ে এখন রোগী বেশি। টিকিট কাউন্টারের সামনে প্রচণ্ড ভীড়। টিকিট নিয়ে লাইনে দাঁড়িয়ে পড়ছেন জরুরি বিভাগের সামনে। শিশু ওয়ার্ডের শয্যা, মেঝে, বারান্দা সবখানেই রোগী ও রোগীর স্বজনদের ভীড়।