মেহেরপুর নিউজঃ
ভেজাল মানসম্মত নয়, রং মিশ্রিত আইসক্রিম ও বিভিন্ন নামে রোবো বিক্রি করার অভিযোগে
সাজ্জাদ হোসেন নামের এক বিক্রেতার নিকট থেকে জরিমানা আদায় করা হয়েছে।
শনিবার দুপুরের দিকে মেহেরপুর সদর উপজেলার বেলতলা পাড়ায় মোবাইল কোট বসিয়ে জরিমানা আদায় করা হয়। মেহেরপুর জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজেদুল ইসলমেরসরকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবীর হোসেনের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হয়।
মোবাইল কোটে সাজ্জাদ হোসেনের নিকট থেকে ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এর আগে মেহেরপুর সদর উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর তারিকুল ইসলামের নেতৃত্বে সদর উপজেলার বেলতলা পাড়া গ্রামে অভিযান চালিয়ে আইসক্রিমের গাড়ি তল্লাশি করে ভেজাল মানসম্মত নয়, রং মিশ্রিত আইসক্রিম ও বিভিন্ন নামে রোবো জব্দ করে।পরে সেখানে মোবাইল কোট বসানো হয়। এবং জব্দকৃত মালামাল জনসম্মুখে ধ্বংস করা হয়।