মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার ময়ামারি গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ড দুই ভাইয়ের বাড়িঘর পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার দুপুরের দিকে ময়ামারি গ্রামের মোজাম্মেল হকের ছেলে কালু ও মাসুদের বাড়িতে এ অগ্নিকাণ্ড ঘটনা ঘটে।
জানা গেছে দুপুরের দিকে কালুর রান্না ঘরে রান্না করার সময় অসাধারণ বসে হঠাৎ করে ঘরে আগুন লেগে যায়। এ সময় আগুনের লেলিহান শিখা দ্রুত ছড়িয়ে কালুর ভাই মাসুদের ঘরে আগুন লেগে যায়। আগুন দ্রুত ছড়িয়ে মুহূর্তের মধ্যে দুটি ঘর, রান্নাঘর সহ ঘরে রাখার সমস্ত জিনিস পুড়ে ছাই হয়ে যায়। খবর পেয়ে মেহেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনা স্থলে পৌঁছান।