মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা শিক্ষা অফিসের উদ্যোগ ডিসেমিনেশন অব নিউ কারিকুলাম স্কিম এর আওতায় জেলা পর্যায়ে(মাধ্যমিক স্কুল, স্কুল এন্ড কলেজ, মাদ্রাসা এবং কারিগরি) মাধ্যমিক পর্যায়ে প্রতিষ্ঠান প্রধান ও সরকারি প্রতিষ্ঠান প্রধানদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ শেষ হয়েছে।
মঙ্গলবার দুপুরে মেহেরপুর জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতি কেন্দ্র মিলনায়তনে সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।মেহেরপুর জেলা শিক্ষা অফিসার আব্বাস উদ্দিনের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ শামীম হাসান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড.নজরুল কবীর, মেহেরপুর জেলা ইসলামিক ফাউণ্ডেশনের উপ-পরিচালক এজেএম সিরাজুম মুনীর।বক্তব্য রাখেন প্রশিক্ষক সহযোগী অধ্যাপক মোহনলাল সরকার, মেহেরপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মনিরুল ইসলাম, গাংনী সরকারি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুজ্জামান প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রধান শিক্ষক শ্বাশত নিপ্পন চক্রবর্তী।