মেহেরপুর নিউজঃ
ইজি বাইকের ধাক্কায় শাহিনা খাতুন নামের (৩) বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার সকালের দিকে মেহেরপুর সদর উপজেলার সুবিদপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শাহিনা খাতুন মেহেরপুর সদর উপজেলার সুবিদপুর গ্রামের শাহিনের মেয়ে। জানা গেছে ঘটনার সময় শাহিনা খাতুন তার সমবয়সী কয়েকজন শিশুর সাথে রাস্তার পাশে খেলা করছিল। এ সময় সদর উপজেলা ঝাউবাড়িয়া গ্রামের কামরুল ইসলাম নামের এক ইজি বাইক চালক ইজি বাইক চালিয়ে ও এলাকা দিয়ে যাওয়ার সময় শাহিনার সাথে তার ইজি বাইকের ধাক্কা লাগে।
এ সময় শাহিনা আহত হলে তাকে উদ্ধার করে মেহেরপুর-২৫০ শ্যযা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।