মেহেরপুর নিউজ:
বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ডের অধীনে মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টে মেহেরপুরের গাংনী উপজেলার জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয় প্রথম দল হিসেবে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে।
বৃহস্পতিবার মেহেরপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত গ্রুপ পর্বের নিজেদের শেষ খেলায় জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয় ২৯ রানে আমঝুপি মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয ৪৮.২ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৯২ রান করে। দলের পক্ষে জিসান ৭১ রান করেন।
আমঝুপি মাধ্যমিক বিদ্যালয়ের তামিম ৩ টি উইকেট লাভ করে। জবাবে খেলতে নেমে আমঝুপি মাধ্যমিক বিদ্যালয় দল ৩৭.৫ ওভারে সবকটি উইকেট হারিয়ে মাত্র ১৬৩ রান করে। দলের পক্ষে নুর ৪১, কাসাব ৩৯ রান করে। জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষে শাফায়েত ও সাঈদ ৩টি করে উইকেট দখল করে করেন।