মেহেরপুর নিউজ:
এসএসসি, দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষা পরিচালনা সংক্রান্ত প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে মেহেরপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক শামীম হাসানের সভাপতিত্বে প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক তানভীর আহমেদ রমন, নিউজা-উল জান্নাহ জেলা শিক্ষা অফিসার আব্বাস উদ্দিন, সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফুল ইসলাম, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী আনিসুজ্জামান, মেহেরপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ অধ্যক্ষ আব্দুল লতিফ মিয়া, গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয় ও বি এম কলেজের অধ্যক্ষ আফজাল হোসেন, মেহেরপুর দারুল উলুম আহমদিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ ওয়াজেদ আলী, সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সিদ্দিকুর রহমান, বামুন্দী নিশিপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সাজ্জাদুল আলম, বেতবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, সাহেবনগর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রশিদ,যুগিরঘোপা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুকাদ্দেস আলী, রায়পুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান প্রমূখ।
সভায় ২০২৪ সালের এসএসসি, দাখিল ও এসএসসি (ভোকেশনাল) সমমানের পরীক্ষা নকলমুক্ত পরিবেশে গ্রহনের বিষয়ে উন্মুক্ত আলোচনা করা হয়।