মেহেরপুর নিউজ:
সদ্য সমাপ্ত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মেহেরপুরে-১ আসনে কেন্দ্র ভিত্তিক বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ফরহাদ হোসেন এবং স্বতন্ত্র প্রার্থী সাবেক সংসদ সদস্য প্রফেসর আব্দুল মান্নান কে কত ভোট পেয়েছেন তা তুলে ধরা হলো। এখানে মেহেরপুর মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়নের চিত্র দেওয়া হল।
মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়নের কেদারগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ১৯০৪ জন ভোটারের মধ্যে ৯৩৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে ফরহাদ হোসেন ৫৬৫ প্রফেসর আব্দুল মান্নান ৩৩৬ ভোট পান।
নাজিরাকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ১৬১৭ জন ভোটারের মধ্যে ৬৯১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে ফরহাদ হোসেন ২৮৮, প্রফেসর আব্দুল মান্নান ৩৬৪ ভোট পান।
সেন্ট জেভিয়ার জুনিয়র হাই স্কুল কেন্দ্রে ৪০১৪ জন ভোটারের মধ্যে ২১১৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে ফরহাদ হোসেন ১০২৫, প্রফেসর আব্দুল মান্নান ৯৭৩ ভোট পান।
সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৩৪৫১ জন ভোটারের মধ্যে ১৮০৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে ফরহাদ হোসেন ৬৯০ প্রফেসর আব্দুল মান্নান ১০৪০ ভোট পান।
তারানগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ১৯৬০ জন ভোটারের মধ্যে ১২৮২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে ফরহাদ হোসেন ৭০১ প্রফেসর আব্দুল মান্নান ৫১৬ ভোট পান।
জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ২৮৩৩ জনভোটারের মধ্যে ১৪৭৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে ফরহাদ হোসেন ৬৭৪, প্রফেসর আব্দুল মান্নান ৭১৪ ভোট পান।
বাগোয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ২১১১ জন ভোটারের মধ্যে ১১০২জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে ফরহাদ হোসেন ৪৭৬,প্রফেসর আব্দুল মান্নান ৪৩৪ ভোট পান।
বাগোয়ান মাধ্যমিক বিদ্যালয়ে কেন্দ্রে ২১০৫ জন ভোটারের মধ্যে ১১২৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে ফরহাদ হোসেন ৫৫২ প্রফেসর আব্দুল মান্নান ৪৯২ ভোট পান।
রতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ২৫৫৬ জন ভোটারের মধ্যে ১৪০৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে ফরহাদ হোসেন ৭৮০, প্রফেসর আব্দুল মান্নান ৪৮৭ ভোট পান।
বল্লোবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ২৬৭১ জন ভোটারের মধ্যে ১৩৭৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে ফরহাদ হোসেন ৮৪৪ প্রফেসর আব্দুল মান্নান ৫১৫ ভোট পান।
আনন্দবাস মিয়া মনসুর একাডেমি কেন্দ্রে ৪২৭৭ জন ভোটারের মধ্যে ২৫২১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে ফরহাদ হোসেন ৯৭৯ প্রফেসর আব্দুল মান্নান ১৪৪৩ ভোট পান।
আনন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৪২৫৪ জন ভোটারের মধ্যে ২৩৮৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে ফরহাদ হোসেন ১১২০ প্রফেসর আব্দুল মান্নান ১১৬৩ ভোট পান।