মেহেরপুর নিউজ:
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মেহেরপুর-১ আসনের বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের সমর্থনে পথসভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকালে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়ন যুব মহিলা লীগের উদ্যোগে সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের কোলা গ্রামে এ পথসভা অনুষ্ঠিত হয়।স্থানীয় আওয়ামী লীগের নেতা আব্দুল কাদেরের সভাপতিত্বে পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সৈয়দা মোনালিসা ইসলাম।
অন্যদের মাঝে বক্তব্য রাখেন মেহেরপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লতিফন নেছা লতা, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সরফরাজ হোসেন মৃদুল, কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি রুবেল হোসেন প্রমুখ। সভায় অন্যদের মধ্যে ইউপি সদস্য সালমা খাতুন,বনি খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন।