মেহেরপুর নিউজ:
নিরাপদ খাদ্য,অসুস্থ পশু হতে অ্যানথ্রাক্স, খেজুরের কাঁচা রস থেকে নিপা ভাইরাস, তামাক নিয়ন্ত্রণে জর্দা গুল, বিড়ি সিগারেট সেবন,যক্ষা কুষ্ঠ, ননকমিউনেকেবল ডিজিজ,মা ও শিশু স্বাস্থ্য নবজাতকের সাফ কথা সহ সরকারের বিভিন্ন উন্নয়ন মুলক কার্যক্রমের অংশ হিসাবে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুরের দিকে মেহেরপুর সদর উপজেলার গোভীপুর ও হরিরামপুর গ্রামে মায়েদের নিয়ে উঠান বৈঠক করা হয়। উঠান বৈঠকে স্বাস্থ্য শিক্ষা ও জনসচেতনতা মূলক বার্তা আলোচনা করা হয়। বৈঠকে জেলা নিরাপদ খাদ্য রিয়াজ মাহমুদ, সদর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর তারিকুল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।