মেহেরপুর নিউজ:
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ফরহাদ হোসেনের নির্বাচনী অফিসের উদ্বোধন করা হয়েছে। সোমবার রাতে মেহেরপুর পৌর সভার ৭ নং ওয়ার্ডে ফরহাদ হোসেনের নির্বাচনী অফিসের উদ্বোধন করা হয়।
বাংলাদেশ যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সৈয়দা মোনালিসা ইসলাম ফিতা কেটে ৭ নং ওয়ার্ডে ফরহাদ হোসেনের নির্বাচনী অফিসের উদ্বোধন করেন। ৭ নং ওয়ার্ড কাউন্সিলর নুরুল আশরাফ রাজিবের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সৈয়দা মোনালিসা ইসলাম,মেহেরপুর সদর উপজেলা যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন আনু, জেলা ছাত্র লীগের সভাপতি আব্দুস সালাম বাঁধন।
অফিস উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লতিফুল নেতা লতা, পৌর কাউন্সিলর সৈয়দ মনজুরুল কবি রিপন, রোকসানাকে কামাল, শারমিন আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।