গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনী উপজেলার নওদা মটমুড়া-চরগােয়াল গ্রাম সড়কের পাশে বেড়ে ওঠা প্রায় ২০টি বাবলা গাছ রাতের আঁধারে কেটে নিয়ে গেছে চােরেরা। রবিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, শীতের রাতে ওই সড়কে মানুষ চলাচল করেনা বললেই চলে। এ সুযােগে সড়কের পাশে বেড়ে ওঠা সরকারী গাছগুলাে চােরেরা কেটে নিয়ে গেছে। গাংনী উপজেলার বিভিন্ন ইটভাটা ও খড়ি বিক্রেতাদের ব্যবসা প্রতিষ্ঠানে পুলিশি অভিযান চালালে,চুরি হয়ে যাওয়া কাঠ উদ্ধার করা সম্ভব বলে,প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকার সচেতন মহল।