মেহেরপুর নিউজ:
দাদীর কাছে টাকা চেয়ে না পেয়ে মেহেরপুর শহরের স্টেডিয়ামপাড়া এলাকায় বৃদ্ধার গলায় ছুরি ঠেকিয়ে প্রায় ৫ লক্ষ টাকা লুট করে জাহানারা খাতুনের নাতি জাকান্নিসহ তার বন্ধুরা। এমনটিই স্বীকার করেছে আটক জাকান্নি সহ তার বন্ধুরা।
বুধবার দুপুরের দিকে আটক চারজনকে আদালত থেকে জামিল দেওয়া হয়েছে । মঙ্গলবার মেহেরপুরের ডিবি পুলিশ জাহানারা খাতুনের নাতি ছেলে জাকান্নি (২০), তার মামাত ভাই গাংনী উত্তরপাড়ার আসাদ আলীর ছেলে তামিম হোসেন (১৮), গাংনী সিনেমা হলপাড়ার আবেদ আলীর ছেলে সাঈদ হোসেন (১৮) ও চৌগাছা গ্রামের আলতাব হোসেনের ছেলে মনির হোসেন (২০)কে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১২ হাজার ২শ টাকা উদ্ধার করা হয়।
জাহানারা খাতুনের নাতি জাকান্নি জানায়,তার দাদির কাছ থেকে টাকা চেয়ে টাকা না পেয়ে তার অন্য সহযোগিতার খবর দেয়। খবর পেয়ে তারা গত শুক্রবার সন্ধ্যার দিকে মেহেরপুর স্টেডিয়ামপাড়ার আহসান আলীর বাড়িতে প্রবেশ করে। ওই সময় আহসান আলীর স্ত্রী বৃদ্ধা জাহানারা খাতুনের গলায় ছুরি ঠেকিয়ে জিম্মি করে। এসময় তারা প্রায় ৫ লক্ষ টাকা নিয়ে যায়। এ ঘটনায় জাহানারার ছেলে আনিসুজ্জামান বাদী হয়ে মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করেন। যার মামলা নং ১৬, তারিখ ১১/১১/২০২৩।
এদিকে ওই ঘটনার পর ডিবি পুলিশের দল মামলাটি নিয়ে ডাকাত সনাক্তে মাঠে নামেন। ওই এলাকার সিসি ক্যামেরার ফুটেজ দেখে ঘটনার সাথে জড়িতদের সনাক্ত করা হয়। বিকালে প্রথমে ভিকটিম জাহানারার নাতি ছেলে জাকান্নিকে গ্রেফতার করেন। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী গাংনী থেকে অপর তিন সহযোগীকে আটক করেন।
ডিবির ওসি সাইফুল ইসলাম জানান, জাকানিন্নর মামাতো ভাই গাংনী শহরের উত্তরপাড়া এলাকার আসাদের ছেলে তামিম হোসেন অনলাইন জুঁয়া খেলে ৫০ হাজার টাকা হেরে যায়। সে টাকা হারিয়ে বিষন্নতায় ভুগছিলো।
মামাতো ভাইয়ের এই অবস্থা থেকে মুক্ত করতে জাকান্নি মামাত ভাই তামিম বলে তার দাদীর অনেক টাকা আছে সেটাই ডাকাতি করতে হবে। পরে তারা আরো দুজনকে ভাড়া করে ওই দিন দাদীর গলাই ছুরি ধরে টাকা নিয়ে যায়। এদিকে আটক ৪ জনকে বুধবার আদালতে নেয়া হলে আদালত তাদের জামিন মঞ্জুর করেন।