মেহেরপুর নিউজ:
মেহেরপুরের গাংনী উপজেলার জোড়পুকুরিয়া এ আর ফুটবল একাডেমির উদ্যোগে, জোড়পুকুরিয়া স্কুল মাঠে অনুষ্ঠিত জোরপুকুরিয়া ফুটবল টুর্নামেন্টে বন্ধু ফুটবল একাদশ শেয দল হিসাবে সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে।
সোমবার বিকালে অনুষ্ঠিত শেষ কোয়ার্টার ফাইনাল খেলায় বন্ধু ফুটবল একাদশ টাইব্রেকার ৩-২ গোলে কুষ্টিয়ার শিহালা ফুটবল একাদশকে পরাজিত করে। নির্ধারিত সময় খেলাটি গোলশূন্যভাবে শেষ হওয়ায় শেষ পর্যন্ত ট্রাইব্রিকারের আশ্রয় নিতে হয়। টাইব্রেকারে বন্ধু ফুটবল একাদশ ৩-২ গোলে শিহালা ফুটবল একাদশকে পরাজিত করে।
স্পটকিকে বন্ধু ফুটবল একাদশের শিমুল, রিপন এবং মিঠু গোল করেন। শিয়ালা একাদশের বর্ষণ এবং চাঁদ গোল করেন। শিয়ালার টুটুল, সোহান এবং প্রান্তর কিক বন্ধু ফুটবল একাদশের গোলরক্ষক ফয়সাল আটকে দেন। খেলায় বিজয়ী দলের গোলরক্ষক ফয়সাল ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন। খেলা শেষ ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার বিতরণ করা হয়। টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক রায়তাল হোসেন ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার তুলে দেন।সাহারবাটি ইউনিয়নের চেয়ারম্যান মশিউর রহমান খেলাটি উপভোগ করেন।