মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার মোমিনপুর ডায়মন্ড ক্লাবের উদ্যোগে বঙ্গবন্ধু স্মৃতি ফুটবল টুর্নামেন্টে বাউট শাপলা ক্লাব ১ম দল হিসাবে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে।
বৃহস্পতিবার বিকেলে মোমিনপুর মাঠে অনুষ্ঠিত ১ম সেমিফাইনাল খেলায় বাউট শাপলা ক্লাব টাইব্রেকারে ৩-১ গোলে চন্দ্রবাস একাদশকে পরাজিত করে। নির্ধারিত সময় খেলাটি ১-১ গোলে অমীমাংসিতভাবে শেষ হওয়ায় টাইব্রেকারের আশ্রয় গ্রহণ করতে হয়।খেলার প্রথমার্ধের ৬ মিনিটের সময় চন্দ্রবাসের কামরুল গোল করে দলকে এগিয়ে নেন।
দ্বিতীয়ারদের ২২ মিনিটের সময় তাইবু বাউট শাপলা ক্লাবের পক্ষে গোল করে খেলার সমতা ফেরান। নির্ধারিত সময় আর কোন গোল না হওয়ায় খেলাটি টাইব্রেকারে গড়ায়।টাইব্রেকারে বাউট শাপলা ক্লাবের পক্ষে আজাদ, রুম্মন এবং তাইবু একটি করে গোল করেন।
চন্দ্রবাসের পক্ষে রিয়াজ একটি গোল করেন। খেলায় বিজয়ী দলের তাইবু সেরা গোলদাতা এবং গোলরক্ষক জয় সেরা খেলোয়াড়ের পুরস্কার লাভ করেন। খেলা শেষে পুরস্কার বিতরণ করা হয়। ডায়মন্ড ক্লাবের সভাপতি জয়নাল আবেদীন, ইউপি সদস্য জাহাঙ্গীর হোসেন বাবু, রিপন আলী উপস্থিত থেকে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার তুলে দেন।এর আগে বাড়াদি ইউনিয়নের চেয়ারম্যান মোমিনুল ইসলাম খেলার উদ্বোধন করেন।