মেহেরপুর নিউজ:
‘ল এন্ড হিউম্যান রাইটস ফটোগ্রাফি এক্সিবিশন’ শিরোনামে আন্তবিভাগী ফটো এক্সিবিশন আয়োজন করেছে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের ইউএপি ল’ ফটোগ্রাফি ক্লাব। ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক ক্যাম্পাস চত্তরে বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগ থেকে শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।
অংশগ্রহণকারীদের মধ্য থেকে ৩০ জনের বাছাই করা ছবি এক্সিবিশনে স্থান পায়। এই ফটো এক্সিবিশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. সুলতান মাহমুদ, বিশ্ববিদ্যালয়ের আইন ও মানবাধিকার বিভাগের প্রধান আব্দুর রহিম, ইউএপি ল’ ফটোগ্রাফি ক্লাবের আহ্বায়ক অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নাজিয়া ওহাব ও ইউএপি ল’ ফটোগ্রাফি ক্লাবের প্রেসিডেন্ট আরিফ হাসান।
এতে বিচারক হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ে স্থাপত্য বিভাগের প্রভাষক এস. এম. এহসান উল হক ও বাংলা ট্রিবিউনের ফটো সাংবাদিক সাজ্জাদ হোসেন।