মেহেরপুর নিউজ:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মেহেরপুর জেলা বিএনপি বড়বাজার কার্যালয়ে আনন্দ র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা বিএনপির সহ-সভাপতি ওমর ফারুক লিটনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি আলমগীর খান ছাত। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যুগ্ন সাধারন সম্পাদক প্রভাষক ফয়েজ মোহাম্মদ, সহ-সাংগঠনিক সম্পাদক কাজী মিজান মেনন।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা যুবদলের সহ-সভাপতি আনিসুল হক লাভলু, সাংগঠনিক সম্পাদক আসাদুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম দুলাল, সহ-সাধারণ সম্পাদক শেখ হুজাইফা ডিক্লেয়ার প্রমূখ। আলোচনা সভা শেষে জেলা বিএনপির সহ-সভাপতি ওমর ফারুক লিটনের নেতৃত্বে একটি আনন্দ র্যালী বের করা হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, ‘বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন একজন খাঁটি দেশপ্রেমিক। তার নিজ হাতে গড়ে তোলা রাজনৈতিক সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র আজ প্রতিষ্ঠা বার্ষিকী। ১৯৭৮ সালের এই দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা লাভ করেছিল। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র উদ্ধারে আমরা আজ এগিয়ে চলেছি’।
এসময় সরকারের নানা কর্মকাণ্ডের সমালোচনা করে বক্তারা আরও বলেন, ‘দেশের গণতন্ত্রকামী সাধারণ মানুষ ভাল নেই। দেশের মানুষ আজ অস্বাভাবিক দ্রব্যমূল্যে বৃদ্ধিতে নাভিশ্বাস অবস্থায়। সরকারের দুর্নীতি, অন্যায়, ব্যভিচারে অত্যাচারিত, নিপীড়িত মানুষ আজ নিরপেক্ষ সরকারের অধীনে শান্তিপূর্ণ, সুষ্ঠু ভোটের অপেক্ষায়। দেশের মানুষকে ভাল রাখতে গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়াকে নিয়ে দুর্বার আন্দোলনের মাধ্যমে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার বিএনপিকে ক্ষমতায় আনতে হবে। এজন্য সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তারা’।