মেহেরপুর নিউজ:
মেহেরপুরের মুজিবনগর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ২০২৩-২০২৪ মৌসুমে রোপা আমন ধানের বীজ,সার ও পেয়াজ চাষীদের মধ্যে পেয়াজের বীজ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকালের দিকে মুজিবনগর উপজেলা পরিষদ প্রাঙ্গনে কৃষকদের মাঝে রোপা আমন ধানের বীজ,সার ও পেয়াজ চাষীদের মধ্যে পেয়াজের বীজ বিতরণ করা হয়। মুজিবনগরে উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ্বাস উপস্থিত থেকে মুজিবনগর উপজেলার বিভিন্ন গ্রামের ১ হাজার ২শ কৃষকের মাঝে ৫ কেজি করে রুপা আমন ধানের বীজ, ১০ কেজি করে ডিএপি, ১০কেজি করে এমওপি, ১৮০ জন কৃষকের মাঝে ১ কেজি করে গ্রীষ্মকালীন পিয়াজ বীজ, ২০ কেজি করে ডিএপি, ২০কেজি করে এমওপি আনুষঙ্গিক অন্যান্য জিনিস বিতরণ করা হয়।
বিতরণকালে মুজিবনগর উপজেলা কৃষি কর্মকর্তা মোমিনুল ইসলাম, মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম তোতা, মুজিবনগর উপজেলা কৃষি অফিসের উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।