মেহেরপুর নিউজ:
মেহেরপুরে পবিত্র ঈদুল আযহার প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭.৪৫ মিনিটের সময় মেহেরপুর পৌর ঈদগাহ মাঠে এবং দ্বিতীয় প্রধান জামাত অনুষ্ঠিত হবে মেহেরপুর শহরের পুরাতন ঈদগাহ মাঠে সকাল ৮ টার সময়।
মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় পবিত্র ঈদুল আযহার প্রধান জামাত পৌর ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে সকাল ৭.৪৫ মিনিটের সময় এবং দ্বিতীয় প্রধান জামাত অনুষ্ঠিত হবে মেহেরপুর শহরের পুরাতন ঈদগাহ মাঠে সকাল ৮টার ।
এছাড়াও মেহেরপুর মডেল মসজিদে সকাল ৮-১৫ মিনিটে, মেহেরপুর থানা মসজিদ প্রাঙ্গণে সকাল সাড়ে ৭ টায়, মেহেরপুর পৌর ঈদগাহ মাঠে মহিলাদের জামাত সকাল ৮.১৫ মিনিটে এবং শহীদ শামসুজ্জোহা নগর উদ্যানে আহলে হাদিস এর জামাত অনুষ্ঠিত হবে সকাল ৬.৩০ মিনিটে । মেহেরপুর জেলার অন্যান্য ঈদগাহ ময়দানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রধান জামাতের সাথে সমন্বয় করে কর্মসূচি নির্ধারণ করবেন। বৈরী আবহাওয়া থাকলে ঈদের জামাত স্ব-স্ব মসজিদে অনুষ্ঠিত হবে।
মেহেরপুর পৌর ঈদগাহ মাঠে প্রধান ঈদের জামাতের ইমামতি করবেন হাফেজ মোহাম্মদ শাহজালাল। শহরের পুরাতন ঈদগাহ মাঠের জামাতে ইমামতি করবেন হোটেল বাজার জামে মসজিদের ইমাম মাওলানা রোকনুজ্জামান। মডেল মসজিদে ইমামতি করবেন হাফেজ সাদিকুর রহমান ।