মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট অনূর্ধ্ব ১৭-র খেলায় আমদহ ইউনিয়ন সদর উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
সোমবার বিকালে মেহেরপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় আমদহ ইউনিয়ন ১-০ গোলে বাড়াদি ইউনিয়নকে পরাজিত করে। খেলার দ্বিতীয়ার্ধের ৭ মিনিটের মাথায় বড় ডি বক্সের বাইরে থেকে পাওয়া ফ্রি কিক থেকে আমদহ ইউনিয়নের পক্ষে একমাত্র গোলটি করেন শাওন ।
এ সময় আমদহ ইউনিয়নের হিমেল মাঝমাঠ থেকে কিক নিলে বাড়াদি ইউনিয়নের ইয়ামিন হাত দিয়ে বলটি আটকে দেন। রেফারি ফারহা হোসেন লিটন ফাউলের নির্দেশ দেন। অভিজ্ঞ স্ট্রাইকার হিমেল কিক নিলে গোলরক্ষক শামীমের হাত ফসকে বল বেরিয়ে আসে। এসময় সেখানে দাঁড়িয়ে থাকা শাওন ফাঁকা জালে বল ফেলতে মোটেও দেরি করেননি। আর শাওনের দেওয়া ও একমাত্র গোলেই শেষ পর্যন্ত শিরোপা পুনরুদ্ধার করে আমদহ ইউনিয়ন। খেলায় শাওন সর্বোচ্চ গোলদাতা এবং ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার লাভ করেন। বাড়াদি ইউনিয়নের সোহেল ম্যান অব দা টুর্নামেন্টের পুরস্কার লাভ করেন।
খেলা শেষে অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল কাদির মিয়া পুরস্কার বিতরণ করেন। সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলামের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ হেল বাকি। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বাড়াদী ইউনিয়নের চেয়ারম্যান মোমিনুল ইসলাম, আমদহ ইউনিয়নের চেয়ারম্যান রওশন আলী টোকন সেখানে উপস্থিত ছিলেন।