মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট অনূর্ধ্ব ১৭ উপলক্ষে মেহেরপুর সদর উপজেলা পর্যায়ে আন্ত ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ।
রবিবার সকালে মেহেরপুর স্টেডিয়াম মাঠে মেহেরপুর সদর উপজেলা পর্যায়ের খেলা উদ্বোধন করা হয়। সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট ইয়ারুল ইসলাম উপস্থিত থেকে ২য় খেলার উদ্বোধন করেন।
উদ্বোধনী দিন সকালের খেলায় আমঝুপি ইউনিয়ন এবং পিরোজপুর ইউনিয়ন সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে। খেলাই পিরোজপুর ইউনিয়ন ট্রাইব্রেকারে শ্যামপুর ইউনিয়নকে (১)৩-২(১) গোলে শ্যামপুর ইউনিয়নকে পরাজিত করে। খেলার প্রথমার্ধের ১৪ মিনিটের মাথায় রিয়াদের গোলে পিরোজপুর এগিয়ে যায়। দ্বিতীয়ার্ধের ৬ মিনিটের মাথায় আশিক পেনাল্টির সাহায্যে গোল করে খেলা সমতা ফেরান।
নির্ধারিত সময় আর কোন গোল না হওয়ায় শেষ পর্যন্ত টাইব্রেকারের মাধ্যমে খেলার নিষ্পত্তি ঘটানো হয়। স্পট কিকে পিরোজপুরের বকুল, হৃদয় ও ওবায়দুল একটি করে গোল করেন। শ্যামপুর এর পক্ষে সোহেল ও রোহান গোল করেন। উভয় দলই ৭টি করে কিক নেন।
এদিকে এর আগে প্রথম খেলায় মেহেরপুর পৌরসভা দল মাঠে না আসায় আমঝুপিকে ২-০ গোলে বিজয়ী ঘোষণা করা হয়। এ সময় খেলার উদ্বোধন করেন সরকারি কমিশনার (ভূমি) ও ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল বাকি। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে সদর উপজেলা একাডেমিক সুপারভাইজার আনারুল ইসলাম পিরোজপুর ইউনিয়নের সচিব আজিম উদ্দিন, হিসাব সরকারি কাম কম্পিউটার অপারেটর আসিফ ইকবাল প্রমুখ ও উপস্থিত ছিলেন।