মেহেরপুর শেখপাড়া ভোরের ছোঁয়া যুব সংঘের উদ্যোগে ভোরের ছোঁয়া যুব সংঘ ক্রিকেট টুর্নামেন্টে ঢাকা ডায়নামাস জয়লাভ করেছে। সোমবার বিকালে মেহেরপুর শহরের কালাচাঁদপুর বেগম বদরুন্নেসছা টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ মাঠে অনুষ্ঠিত ২য় খেলায় ঢাকা ডায়নামাস ৫ রানে কুমিল্লা ভিক্টোরিয়াসকে পরাজিত করে।
টসজিতে প্রথমে ব্যাট করতে নেমে ঢাকা ডায়নামাস নির্ধারিত ৮ ওভার ৩ উইকেট হারিয়ে ১১২ রান সংগ্রহ করে।জবাবে খেলতে নেমে কুমিল্লা ভিক্টোরিয়াস ৮ ওভারে ১০৭ রান করে।বিজয়ী দলের রুস্তম খান ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন। ভোরের ছোঁয়া যুব সংঘের সভাপতি আশিকুর রহমান আশা, সাধারণ সম্পাদক ফাহাদ খান উপস্থিত থেকে ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার বিতরণ করেন।