মেহেরপুর নিউজ:
দেশের খেলাধুলার উন্নয়ন, শিশু সুরক্ষা ও অবহেলিত সুবিধাবঞ্চিত শিশু কিশোর এবং গ্রামীণ জনগোষ্ঠীকে সম্পৃক্ত করতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং ইউনিসেফ বাংলাদেশ এর পারস্পারিক সহযোগিতায় মেহেরপুর সদর উপজেলায় ৪ দিন ব্যাপী সুবিধাবঞ্চিত শিশুদের শিশু কিশোর ক্রীড়া প্রশিক্ষণ শেষে প্রশিক্ষনার্থীদের মধ্যে ভাতা প্রদান করা হয়।
বুধবার দুপুরের দিকে সদর উপজেলার শালিকা মাধ্যমিক বিদ্যালয় মাঠে প্রশিক্ষনার্থীদের মাঝে ভাতা প্রদান করা হয়। জেলা ক্রীড়া অফিসার আরিফ আহমেদ উপস্থিত থেকে সদর উপজেলার শালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ২শ জন সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে ২৫০ টাকা করে বিতরণ করা হয়।