মেহেরপুরের মুজিবনগর উপজেলার কোমরপুর ক্রিকেট ক্লাবের উদ্যোগ মরহুম মোয়াজ্জেম হোসেন মাস্টার স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে মহাজনপুর ক্রিকেট একাদশ জয়লাভ করেছে।
বুধবার অনুষ্ঠিত খেলায় মহাজনপুর ক্রিকেট একাদশ ৪ উইকেটে আমদহ দক্ষিণপাড়া ক্রিকেট একাদশকে পরাজিত করে। টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে আমদহ দক্ষিণপাড়া ক্রিকেট একাদশ ১৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৮৬ রান সংগ্রহ করে। দলের পক্ষে মামুন ও সোহেল উভয়ে ২২ করে রান করেন। মহাজনপুরের পক্ষে সাইফুল ৩টি উইকেট লাভ করেন।
জবাবে খেলতে নেমে মহজমপুর ক্রিকেট একাদশ ১১.২ ওভারে ৬ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। দলের পক্ষে শ্যামল ৩৮ মোসলেম ২২ রান করেন। আমদহ ক্রিকেট একাদশের সায়ফুল ৩ টি উইকেট দখল করেন। বিজয়ী দলের শ্যমল ম্যান অব দ্যা ম্যাচ।সেরা মোমেন্টস এর পুরস্কার লাভ করেন মোসলেম।পরাজিত দলের সেরা খেলোয়াড় নির্বাচিত হন সায়ফুল। খেলা শেষে আইডিয়াল স্কুল, ফ্রেন্ডস ক্যাফে এন্ড মিনি পার্ক এর সৌজন্যে পুরস্কার প্রদান করা হয়। মফিজুর রহমান পুরস্কার বিতরণ করেন।