মেহেরপুর নিউজ ২৪ ডট কম,১৬ জানুয়ারী:
অন্তিমধাম মেহেরপুর পৌর শ্মশানঘাট পূজা কমিটির উদ্যোগে রোববার অন্তিমধাম মেহেরপুর পৌর শ্মশানঘাট মন্দিরে পৌষ সংক্রান্ত কালি পূজার আয়োজন করা হয়। কালি পূজা উপলক্ষে সেখানে পূজা অর্চনা, ভক্তদের মদ্যে প্রসাদ ও ভোগ বিতরন করা হয়। এসময় অন্তিমধাম মেহেরপুর পৌর শ্মশানঘাট পূজা
কমিটির ভারপ্রাপ্ত সভাপতি চিত্ত রঞ্জন অধিকারি, সম্পাদক কাজল দত্ত, বুদন হালদার, দেবাশীষ রায় প্রমুখ সেখানে পূজা বিসর্জন দেয়া হয়।