মেহেরপুর জেলা ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে মেহেরপুর জেলা ক্রীড়া অফিস ফুটবল টুর্নামেন্টে চিৎলা জাগরণী ক্লাব ২য় দল হিসেবে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করেছে।
রবিবার বিকালে মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ২য় সেমি-ফাইনাল খেলায় চিৎলা জাগরণী ক্লাব ৪-০ গোলে ফ্রেন্ডস একাদশকে পরাজিত করে। খেলার প্রথমার্ধের ২ মিনিটের মাথায় চিৎলা জাগরণী ক্লাবের পক্ষে মিদুল গোল করে দলকে এগিয়ে নেন। দ্বিতীয়ার্ধের ১৫ মিনিটের মাথায় আত্মঘাতী গোলের সুবাদে চিৎলা জাগরণী ক্লাব ২-০ গলে এগিয়ে যাই।
দ্বিতীয়ার্ধের ২৪ মিনিটে মাথায় রাব্বি এবং ২৫ মিনিটের মাথায় আশিক গোল করে শেষ পর্যন্ত বড় ব্যবধানে চিৎলা জাগরণী ক্লাব জয়লাভ করে ফাইনালে যোগ্যতা অর্জন করে। খেলায় বিজয়ী দলের মিদুল ম্যান অব দা ম্যাচ নির্বাচিত হন। খেলা শেষে প্রাক্তন খেলোয়াড় খন্দকার আবু সামাইন ম্যান অব দ্যা ম্যাচের পুরস্কার তুলে দেন।