মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে মেহেরপুর জেলা ক্রীড়া অফিস টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার সকালে মেহেরপুর স্টেডিয়াম মাঠে জেলা ক্রীড়া অফিস কাপ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। জেলা ক্রীড়া অফিসার আরিফ আহমেদ উপস্থিত থেকে জেলা ক্রীড়া অফিস কাপ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার আব্দুল্লাহ আল মামুন। টুর্নামেন্টের মোট ৮ টি ক্লাব অংশগ্রহণ করছে।
অংশগ্রহণকারী দলগুলোর সূর্যতরুন, এম কে এস পি, কাজলা ক্রীড়া চক্র, তাজ রাজ কর্পোরেশন, ইয়াং টাইগার্স ক্রিকেট একাডেমি, ইমরুল কায়েস ক্রিকেট একাডেমি, জোড়পুকুরিয়া স্কুল ক্রিকেট একাডেমি এবং আমঝুপি পাবলিক ক্লাব ও লাইব্রেরী।