সাহাজুল সাজু :
মেহেরপুর জেলা পরিষদ নির্বাচনে ৩নং ওয়ার্ড (গাংনী) এলাকা থেকে সাবেক ছাত্রলীগ নেতা মিজানুর রহমান ৪ ভোট বেশি পেয়ে সদস্য (মেম্বর) নির্বাচিত হয়েছেন।
টিউবওয়েল প্রতীক নিয়ে তিনি ভোট পেয়েছেন ৫৪টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এ ওয়ার্ডের সাবেক মেম্বর ও গাংনী উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মজিরুল ইসলাম (অটোরিক্সা) প্রতীক নিয়ে পেয়েছেন ৫০ ভোট। এছাড়াও হাফিজুর রহমান মকলেছ (তালা) প্রতীক নিয়ে পেয়েছেন ২৮ ভোট। একই পদে জাহাঙ্গীর আলম বাদশা নির্বাচনে অংশ নিয়ে কােন ভােট পাননি। এ ওয়ার্ডে বিপুল ভোটের ব্যবধানে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন সাবেক ছাত্রনেতা এডভােকেট আব্দুস সালাম।
এ ওয়ার্ড থেকে কাপ-পিরিচ প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ৮৪ ভোট। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী সাবেক চেয়ারম্যান আলহাজ্ব গোলাম রসুল আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ৪৮ ভোট। গাংনী ওয়ার্ডে মোট ১৩২টি ভােট রয়েছে। নির্বাচনে সকল ভােটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।