মেহেরপুর নিউজ:
সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে মেহেরপুর জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সদস্য এডভােকেট আব্দুস সালাম।
বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মনোনয়ন বোর্ডে শনিবার (১০ সেপ্টেম্বর) এ সিদ্ধান্ত নেওয়া হয়।
তাঁর সাথে মনোনয়ন লড়াইয়ে অংশ নিয়েছেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক এমপি জয়নাল আবেদীন, মেহেরপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও জেলা পরিষদের বর্তমান প্রশাসক গোলাম রসুল, সাবেক প্রশাসক অ্যাডভোকেট মিয়াজান আলী, জনপ্রশাসন প্রতিমন্ত্রীর বোন ও জেলা আওয়ামী লীগের সদস্য শামীম আরা হিরা, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাডভোকেট ইব্রাহিম শাহীন, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল মান্নান ওরফে ছোট মান্নান ও জেলা কৃষকলীগের সভাপতি মাহাবুবুল হক শান্তিসহ মোট ৮ জন।
তফসিল অনুযায়ী, আগামী ১৭ অক্টোবর জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ১৫ সেপ্টেম্বর, মনোনয়নপত্র বাছাই ১৮ সেপ্টেম্বর, মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল দায়েরের সময় ১৯ থেকে ২১ সেপ্টেম্বর, আপিল নিষ্পত্তি ২২ থেকে ২৪ সেপ্টেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৫ সেপ্টেম্বর। প্রতীক বরাদ্দ ২৬ সেপ্টেম্বর।