মেহেরপুর নিউজ:
প্রথমবারের মতো কলার চাষ করতে এসে ব্যাপক সাফল্যের মুখ দেখছেন মেহেরপুর সদর উপজেলার রাজাপুর গ্রামের সাদ্দাম হোসেন।
সাদ্দাম হোসেন সদর উপজেলা যাদবপুর গ্রামের ভৈরব নদের পশ্চিম প্রান্তে ৪ বিঘা জমি লিজ নিয়ে প্রথমবারের মতো বাণিজ্যিক ভিত্তিতে কলার চাষ শুরু করেছেন। ৪ বিঘা জমিতে ১ হাজার ৮৫০ টি কলার গাছ রোপন করেছেন। ৭ মাস বয়সী কলার গাছ গুলোতে প্রত্যেকটিতে কাঁন্দি পড়েছে। একটা কাঁন্দিতে ৯ থেকে ১২ টি ছড়ি। প্রতিটি ছড়িতে কলা রয়েছে ১৮ থেকে ২৫ টি। কলা কাঁন্দি কাটা পর্যন্ত ৪ বিঘা জমিতে ২ লক্ষ টাকার মতো খরচ হবে। এরই মাঝে ৫ লক্ষ ৮০ হাজার টাকায় কলাগুলো চেয়েছেন বলে সাদ্দাম হোসেন জানিয়েছেন। এর ফলে অর্থনৈতিক স্বচ্ছলতাও এসেছে । অর্থকরী ফসল হিসাবে কলা চাষ দিন দিন জনপ্রিয় হয়ে উঠেছে মেহেরপুর জেলায়।
কৃষক সাদ্দাম বলেন, ১৫ থেকে ২০ দিনের মধ্যে কলাগুলো বিক্রি করবো। তখন কমপক্ষে ১০ লক্ষ টাকায় কলা বিক্রি হবে বলে তার আশা। সরেজমিন কলার জমিতে গিয়ে দেখা গেছে পরিষ্কার-পরিচ্ছন্ন জমির উপরে ১ হাজার ৮৫০ টি কলাগাছের সকল কলা গাছে থরে থরে সাজানো রয়েছে কলার কাঁন্দি।