মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা ট্রাক, ট্রাক্টর, কাভার্ডভ্যান, ট্রাংকলরি (দাহ পদার্থ ব্যতীত) শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনের চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরের দিকে মেহেরপুর জেলা ট্রাক, ট্রাক্টর, কাভার্ডভ্যান, ট্রাংকলরি(দাহ পদার্থ ব্যতীত) শ্রমিক ইউনিয়ন কার্যালয় মিলনায়তনে ত্রি-বার্ষিক নির্বাচন উপলক্ষে চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়। চুড়ান্ত ভোটার তালিকায় ১ হাজার ৬৫৯ জন ভোটারের নাম স্থান পেয়েছে।
২০ আগস্ট শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নির্বাচন অনুষ্ঠিত হবে। চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশের সময় মেহেরপুর জেলা ট্রাক, ট্রাক্টর, কাভার্ডভ্যান, ট্রাংকলরি(দাহ পদার্থ ব্যতীত) শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন পরিচালনা কমিটির সদস্য রাহিনুরজামান পলেন, এমদাদুল হক ও আসাদুল ইসলাম উপস্থিত ছিলেন।