মেহেরপুর নিউজ:
রাত পোহালেই দক্ষিণাঞ্চলবাসীর স্বপ্নের দুয়ার খুলবে । এরপরেই দক্ষিণাঞ্চলবাসীর ঢাকায় যেতে আর কোন ফেরি পার হতে হবে না। খুব স্বল্প সময়ের মধ্যে ঢাকা পৌঁছাতে পারবে এ অঞ্চলের মানুষ। তাই পদ্মা সেতুর উদ্বোধনকে ঘিরে উল্লাসিত এই অঞ্চলের মানুষ। এই পদ্মা সেতুর উদ্বোধনকে কেন্দ্র করে সারাদেশের ন্যায় মেহেরপুরেও উৎসবের কোন ঘাটতি নেই।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দক্ষিণাঞ্চলবাসীর স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন করবেন। তাই উদ্বোধনকে স্মরনীয় করে রাখতে বর্ণিল আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে মেহেরপুরের গুরুত্বপূর্ণ স্থাপনা। সরেজমিনে দেখা গেছে, আলোকসজ্জায় সজ্জিত করে শহরের প্রধান সড়কের দু’পাশে সহ সকল সরকারি প্রতিষ্ঠান সমূহের ভবনকে সাজানো হয়েছে নববধূর সাজে।
পদ্মা সেতুর উদ্বোধনকে কেন্দ্র করে আগামী কাল শনিবার সকালে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র্যালী. সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আতশবাজিসহ নানা আয়োজন করা হয়েছে।