মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়নের নির্বাচনে চেয়ারম্যান পদে ১ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ২ জন এবং সাধারন সদস্য পদে ১৮ জন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে।
গত ১৫ জুন অনুষ্ঠিতব্য নির্বাচনে এসকল প্রার্থীরা নির্বাচনে লড়েছিলেন। নিয়ম অনুযায়ী কাস্টিং ভোটের ৮ ভাগের এক ভাগ ভোট না পেলে সেই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়। সে অনুযায়ী আমঝুপি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪ প্রার্থীর মধ্যে ১ জন প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হচ্ছে।তিনি হলেন সাইফুল ইসলাম।
এদিকে আমঝুপি ইউনিয়নের সংরক্ষিত সদস্য পদে ২ নম্বর ওয়ার্ডে মনোয়ারা খাতুন এবং ফিরোজা খাতুন।সাধারণ সদস্য পদে ১ নং ওয়ার্ডে আমিনুদ্দিন, জহিরুল ইসলাম, মমিরুজ্জামান, তারিকুল ইসলাম। ৩ নং ওয়ার্ডে আরিফুল ইসলাম ও রাফিউল ইসলাম। ৪ নং ওয়ার্ডে সাদ আহমেদ, মিনারুল ইসলাম, আনিসুর রহমান, আলফাজ হোসেন ও মফিজুর রহমান। ৫ নং ওয়ার্ডে জাহাঙ্গীর আলম।৬ নং ওয়ার্ডে সুমন রেজা।৭ নং ওয়ার্ডে সাকিরুল ইসলাম, জাব্বারুল ইসলাম, শাহ আলম ও তারিকুল ইসলাম।৮ নং ওয়ার্ডে জিয়াউর রহমান ও আবুল কাশেম তাদের মনোনয়নপত্র বাজেয়াপ্ত হচ্ছে।