মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে পুনর্নির্বাচিত হয়েছেন।
বুধবার অনুষ্ঠিত পিরোজপুর ইউনিয়নের নির্বাচনে আব্দুস সামাদ বাবলু বিশ্বাস ৭ হাজার ৫৩ ভোট পেয়ে বেসরকারিভাবে পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে পুনঃনির্বাচিত হন। তার নিকটতম আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আব্দুস সালাম ৬ হাজার ২১০ ভোট পেয়ে পরাজিত হন।
মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নে ১৯ হাজার ৩৭ জন ভোটারের মন জয় করতে নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে মোট ১৫ হাজার ৭৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে ২৫ টি ভোট বাতিল হয়ে যায়। এতে আওয়ামী লীগ মনোনীত আব্দুস সামাদ বাবলু বিশ্বাস ৭ হাজার ৫৩ ভোট পেয়ে চেয়ারম্যান পদে পুনর্নির্বাচিত হন।