মেহেরপুর নিউজ:
মেহেরপুর সদর উপজেলার নবগঠিত শ্যামপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনের দিন ঘনিয়ে আসার সাথে সাথে প্রার্থীরা তাদের প্রচারণার শেষ দিকে প্রচারের মাত্রা বাড়িয়ে দিয়েছে।
আগামী ১৫ জুন প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে মেহেরপুর সদর উপজেলার নবগঠিত শ্যামপুর ইউনিয়নের নির্বাচন। আমঝুপি ইউনিয়ন কে ভেঙে শ্যামপুর ইউনিয়ন করা হয়েছে। স্বাভাবিক কারণে নির্বাচনে নতুন মাত্রা যোগ করেছে।
নবগঠিত শ্যামপুর ইউনিয়নের সাধারণ ভোটারদের মধ্যে উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। প্রথমবারের মতো অনুষ্ঠিত শ্যামপুর ইউনিয়নের প্রথম চেয়ারম্যান, মেম্বার এবং সংরক্ষিত মহিলা মেম্বার হওয়ার লক্ষ্যে প্রার্থীরা উঠে পড়ে লেগেছে।
ঝাউবাড়িয়া দিঘিরপাড়া, রামনগর, গোপালপুর, বসন্তপুর, পুরাতন মদনাডাঙ্গা, নতুন মদনাডাঙা, আলমপুর, ধুসারপাড়া, শ্যামপুর,বেলতলা পাড়া, বেলেগাড়ি গ্রাম নিয়ে গঠিত শ্যামপুর ইউনিয়ন।
শ্যামপুর ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ১৭ হাজার ২১৪ জন । এর মধ্যে পুরুষ ভোটার রয়েছে ৮ হাজার ৬০৬ জন এবং মহিলা ভোটার রয়েছে ৮ হাজার ৬০৮ জন।
মোট ভোটারের মধ্যে ১ নং ওয়ার্ডে রয়েছে ১ হাজার ৬৩০ জন। ২ নং ওয়ার্ডে ১ হাজার ৯৫৪ জন। ৩ নং ওয়ার্ডে ২ হাজার ২৮৯ জন। ৪ নং ওয়ার্ডে ১ হাজার ৫০১ জন। ৫ নং ওয়ার্ডে ২ হাজার ৬০ জন। ৬ নং ওয়ার্ডে ১ হাজার ৭২৪ জন। ৭ নং ওয়ার্ডে ১ হাজার ৯৭২ জন। ৮ নং ওয়ার্ডে ১ হাজার ৬৭৯ এবং ৯ নং ওয়ার্ডে ২ হাজার ৪০৫ জন ভোটার রয়েছে।
মেহেরপুর সদর উপজেলার নবগঠিত শ্যামপুর ইউনিয়নের মোট ৯ টি কেন্দ্রে ৫৪ টি কক্ষে ভোট গ্রহণ চলবে। শ্যামপুর ইউনিয়নের চেয়ারম্যান পদে ৭ জনপ্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এরা হলেন আক্তার হোসেন (অটোরিকশা) , মতিয়ার রহমান (চশমা) ,খিলাফত আলী(নাঙ্গল) , আবুল হাসেম(ঘোড়া) , কামরুল হাসান(আনারস) , আব্দুল বারী(ঢোল) , নয়ন হাবিব(মোটরসাইকেল)।
সংরক্ষিত সদস্যপদে ১ নং ওয়ার্ডে আসমা খাতুন(বক) , রুপালি খাতুন(তালগাছ) , কাকলী খাতুন(জিরাফ) , সিমা খাতুন(মাইক) । ২ নং ওয়ার্ডে ফজিলা খাতুন(মাইক) , মনোয়ারা খাতুন(বক) ,সোনিয়া আক্তার(তালগাছ) । ৩ নং ওয়ার্ডে আরিফা খাতুন(মাইক), নাশেদা আক্তার(বক) , নাজমা আক্তার(তালগাছ) ,ফাহিমা খাতুন (সূর্যমুখী ফুল) ও মাজেদা খাতুন(জিরাফ)।
এছাড়াও শ্যামপুর ইউনিয়নের সাধারণ সদস্য পদে ১ নং ওয়ার্ডে জহুর আলী(তালা) , এস এম ইকবাল(ঘুড়ি) , আব্বাসউদ্দীন (টিউবওয়েল) , সলেমান(মোরগ) , চাঁদ আলী (ফুটবল) ,আলমগীর হোসেন(বৈদ্যুতিক পাখা) । ২ নং ওয়ার্ডে রবিউল ইসলাম(মোরগ) , আনারুল ইসলাম(তালা) ,মোয়াজ্জেম হোসেন(ফুটবল) ,আব্দুল হান্নান(টিউবওয়েল) ।
৩ নং ওয়ার্ডে আব্দুল আজিজ(মোরগ) , শহিদুর রহমান(টিউবওয়েল) , একরামুল হক(ফুটবল) । ৪নং ওয়ার্ডে তরিকুল ইসলাম(আপেল) , শামিম রেজা(মোরগ) , সবুজ জোয়ার্দার(বৈদ্যুতিক পাখা) , সুজন জোয়ারদার(ঘুড়ি) , আব্দুর রাজ্জাক(তালা) , তারিখ(ফুটবল) , বাবুল হক(ক্রিকেট ব্যাট) ,আরিফুল(টিউবওয়েল) ।
৫ নং ওয়ার্ডে আওলাদ হোসেন (ফুটবল) বদরুদ্দীন (টিউবওয়েল) । ৬ নং ওয়ার্ডে রবিউল ইসলাম(ঘুড়ি) , মতিয়ার রহমান(মোরগ) , আবুল হাশেম(টিউবওয়েল) , আব্দুস সালাম(ফুটবল) , আবুল কালাম আজাদ(বৈদ্যুতিক ফ্যান) ,মুজিবুর রহমান (তালা) । ৭ নং ওয়ার্ডে দুলাল হোসেন(তালা) , রেজাউল হক(ভ্যান গাড়ি),মিজ্জাত হোসেন (ফুটবল) , শহর আলী(টিউবওয়েল) , মশিউর রহমান(মোরগ) । ৮ নং ওয়ার্ডে কাজী মোফাজ্জেল(তালা) , আবুল হোসেন(ক্রিকেট ব্যাট) , কুতুবউদ্দিন(মোরগ) , আমিরুল ইসলাম(ফুটবল) , মিলন বিশ্বাস(ঘুড়ি) , বাবুল আক্তার(টিউবওয়েল) , শামীম হাসান(ভ্যান গাড়ি) । ৯ নম্বর ওয়ার্ডে আসাদুল হক(মোরগ) , আশরাফুল ইসলাম(ক্রিকেট ব্যাট) ,মিজানুর রহমান(ফুটবল) , সাইদুর রহমান (টিউবল)।
নবগঠিত শ্যামপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ৭জন হলেও এখানে ত্রি-মুখী লড়াই হবে বলে মনে করছে এলাকাবাসী।
নবগঠিত শ্যামপুর ইউনিয়ন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আব্দুর রব বিশ্বাস মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়ায় এখানে জাতীয় পার্টি ছাড়া দলীয় কোনো প্রার্থী নেই।
শ্যামপুর ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী আক্তার হোসেন, আবুল হাশেম এবং মতিউর রহমানের মধ্যে মূলত প্রতিদ্বন্দ্বী হবে। আক্তার হোসেন আমঝুপি ইউনিয়নের পরপর দুইবার ইউপি সদস্য নির্বাচিত হয়ে ১০ বছর যাবত এলাকায় ঘোরাফেরা করছেন। যে কারণে তার পরিচিতি রয়েছে শ্যামপুর ইউনিয়ন ব্যাপী। অপরদিকে জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান মতি উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতা করে সকল গ্রামে তার পদচারণা রয়েছে। করোনাকালীন সময় তিনি মাঠে ছিলেন।
এ দিকে আবুল হাশেম নির্বাচনে দাঁড়িয়ে মূলত সকলকে তাক লাগিয়ে দিয়েছেন। প্রথমদিকে আক্তার হোসেন এবং মতিনের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই হবে এমনটাই আভাস পাওয়া গেলেও আবুল হাসেম আলোচনায় চলে এসেছেন। এবং তাদের প্রতিদ্বন্ধিতায় ভাগ বসাচ্ছেন।
সাধারণ ভোটারদের কাছ থেকে জানা গেছে নিজ নিজ এলাকার ভোটার যে বেশি টানতে পারবে তিনি মূলত চেয়ারম্যান নির্বাচিত হবেন। নবগঠিত শ্যামপুর ইউনিয়নের একমাত্র দলীয় প্রতীক জাতীয় পার্টির মনোনীত প্রার্থী খেলাফত সহ কয়েকজন প্রার্থীর জামানত হারাবেন বলেও আভাস পাওয়া যাচ্ছে।