মেহেরপুর নিউজ:
প্রচারণায় সরগরম মেহেরপুর পৌরসভার ওয়ার্ডগুলো। শেষ মুহূর্তে জমে উঠেছে মেহেরপুর পৌরসভা নির্বাচনের প্রচার-প্রচারণা, চলছে মিছিল, মিটিং ও পথসভা। প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করছেন। নির্বাচন নিয়ে তুমুল উৎসাহ ও কৌতূহল বিরাজ করছে ভোটারদের মধ্যে।
প্রতীক পাওয়ার পর থেকেই নির্বাচনী মাঠে সরব হয়েছিলেন মেহেরপুর পৌরসভার ৯ নং ওয়ার্ডের কাউন্সিলররা। তবে শেষ দিকে প্রচারণা ছিল চোখে পড়ার মতো।
১৫ জুন মেহেরপুর পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণ হবে। নির্বাচনের প্রাক্কালে কাউন্সিলর প্রার্থীদের কার কেমন অবস্থান তা নিয়ে মেহেরপুর নিউজের বিশেষ প্রতিবেদন। এ পর্যায়ে থাকছে মেহেরপুর পৌরসভার-৯ নং ওয়ার্ডের চালচিত্র।
স্টেডিয়াম পাড়া, ডাকঘর পাড়া, শিশু বাগানপাড়া, পুরাতন মাঠপাড়া, স্টেডিয়াম পাড়া, দক্ষিণ পাড়া, গোরস্তানপাড়া, শিশু বাগানপাড়া, কোটপাড়া, অফিসার্স কোয়ার্টার কলোনি এবং বামন পাড়ার অংশ নিয়ে গঠিত মেহেরপুর পৌরসভা ৯ নং ওয়ার্ড।
৯ নং ওয়ার্ডে ৩ হাজার ৭০২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পাবে। মেহেরপুর দারুল উলুম আহমেদিয়া ফাজিল মাদ্রাসায় ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। ৯ নং ওয়ার্ডের ভোটারদের মন জয় করতে মোট ৩ জন প্রার্থী ভোট যুদ্ধে অবতীর্ণ হয়েছেন। এরা হলেন সদ্য সাবেক হওয়া কাউন্সিলর সোহেল রানা (পানির বোতল) , সাবেক কাউন্সিলর মোহাম্মদ বিন হাশেম (উটপাখি) এবং গত নির্বাচনে পরাজিত হামিদুল ইসলাম (টেবিল ল্যাম্প প্রতীক) নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
৯ নং ওয়ার্ডের ৩ জন প্রার্থী সমানতালে প্রচারণা চালিয়ে গেলেও এই ওয়ার্ডে মূলত সোহেল রানা এবং হামিদুল ইসলাম এর মধ্যেই মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছে এলাকাবাসী। অপেক্ষাকৃত দরিদ্র মানুষের বসবাস এই অঞ্চলটি। তার পরও এই ওয়ার্ডে যে প্রার্থী যত বেশি সুবিধা দিতে পারবে জয়ের পাল্লা তার দিকে ঝুঁকবে বলে অনেকেই মনে করেন।