মেহেরপুর নিউজ:
আগামী ১৫ জুন অনুষ্ঠিতব্য মেহেরপুর পৌরসভা নির্বাচন উপলক্ষে প্রার্থীরা শেষ মুহূর্তে এসে তাদের প্রচারণা বাড়িয়ে দিয়েছেন। মেহেরপুর শহরের প্রধান সড়কসহ পাড়া মহল্লার ওলিতে গলিতে এখন শুধুই চোখে পড়ছে প্রার্থীদের ছবি সম্বলিত পোস্টার। নির্বাচনের প্রাক্কালে কাউন্সিলর প্রার্থীদের কার কেমন অবস্থান তা নিয়ে মেহেরপুর নিউজের বিশেষ প্রতিবেদন। এ পর্যায়ে থাকছে মেহেরপুর পৌরসভার-৫ নং ওয়ার্ডের চালচিত্র।
মেহেরপুর শহরের চক্র পাড়া, বিএডিসিপাড়া, হঠাৎপাড়া, ক্যাশব পাড়া,কাথুলী সড়ক, দিঘির পাড়া ওয়াপদাপাড়া নিয়ে গঠিত মেহেরপুর পৌরসভার ৫ নং ওয়ার্ড।
৫ নং ওয়ার্ডে ২ কেন্দ্রে ৩ হাজার ৪০১ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পাবে। কেন্দ্র দুটি হলো হোলি পাবলিক প্রি-ক্যাডেট এন্ড জুনিয়ার হাই স্কুল এবং দিঘির পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
ভোটারদের মন জয় করতে ৫ নং ওয়ার্ডে এবার ৫ জন প্রার্থী ভর্তি যুদ্ধে অবতীর্ণ হয়েছেন। ৫ নং ওয়ার্ড থেকে এবার নতুন মুখ পাবে এলাকাবাসী।
গত পৌর পরিষদের মেয়াদ শেষ হওয়ার পূর্বেই নির্বাচিত কাউন্সিলর জাফর ইকবাল কয়েক মাস পূর্বে মৃত্যুবরণ করেন। উপনির্বাচনের সুযোগ থাকলেও ৫ নং ওয়ার্ডে উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়নি। যে কারণে ৫ নং ওয়ার্ডে এবার নতুন মুখের দেখা মিলবে। আর সেই নতুন মুখের লড়াইয়ে অবতীর্ণ হয়েছেন হাসেম আলী (উটপাখি) , এস এম আবুল হাসানাত(পানির বোতল) ,শরিফুল ইসলাম(টেবিল ল্যাম্প) ,আক্তারুল ইসলাম (পাঞ্জাবি) ,মোস্তাক আহমেদ (ব্রিজ) ।
৫ নং ওয়ার্ডে এস এম আবুল হাসানাত, হাসেম আলী মোস্তাক আহমেদের মধ্যে ত্রিমুখী লড়াই হওয়ার সম্ভাবনা রয়েছে। এক্ষেত্রে এস এম আবুল হাসানাত বিগত তিনটি নির্বাচনে দ্বিতীয় স্থান অধিকার করেছেন। চতুর্থবারে এসে জয়ের ব্যাপারে তার সম্ভাবনা রয়েছে যথেষ্ট বলে এলাকাবাসী জানান। অন্য প্রার্থীরা সকলের নতুন মুখ। এক্ষেত্রে মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতি ঠিকাদার আবুল হাশেমের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। পাশাপাশি মোস্তাক আহমেদে ও তাদের পিছু পিছু রয়েছেন বলে অনেকেই মন্তব্য করেছেন।