মেহেরপুর নিউজ:
মেহেরপুর পৌরসভা নির্বাচনকে সামনে রেখে মেহেরপুরের ব্যবসায়ীদের কাছে ভোট চাইলেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী মাহফুজুর রহমান রিটন।
বৃহস্পতিবার মাহফুজুর রহমান রিটন দলীয় নেতাকর্মী এবং হোটেল বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দেদের সাথে নিয়ে ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে নৌকার পক্ষে ভোট চান। এসময় মাহফুজুর রহমান রিটন ব্যবসায়ীদের সাথে কুশল বিনিময় করেন এবং তাদের মাঝে নৌকার প্রতীক সংবলিত প্লাকার্ড প্রদান করেন। মেহেরপুর জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম পেরেশান সহ দলের অন্যান্য নেতাকর্মীরা মাহফুজুর রহমান রিটনের সাথে ছিলেন।