মেহেরপুর নিউজ:
মেহেরপুর জেলা শিক্ষা অফিসের উদ্যোগে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ এর জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান, শিক্ষক ও শিক্ষার্থীর নাম ঘোষণা করা হয়েছে। বুধবার জেলা শিক্ষা অফিসার মাহফুজুল হোসেন জাতীয় শিক্ষা সপ্তাহ -২০২২ এর জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান, শিক্ষক ও শিক্ষার্থীর নাম ঘোষণা করেন।
মেহেরপুর জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান (মাধ্যমিক পর্যায়) মেহেরপুরের গাংনীর সন্ধানী স্কুল এন্ড কলেজ,শ্রেষ্ঠ কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয়, শ্রেষ্ঠ মাদ্রাসা গাংনীর হাড়াভাঙ্গা ডি এইস ফাজিল মাদ্রাসা, শ্রেষ্ঠ কলেজ মেহেরপুর সরকারি কলেজ। শ্রেষ্ঠ বিদ্যালয় শিক্ষক মেহেরপুর সদর উপজেলার কামদেবপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিরাজুল ইসলাম। শ্রেষ্ঠ কলেজ শিক্ষক মুজিবনগর সরকারি ডিগ্রি কলেজের জাহির হোসেন চঞ্চল। শ্রেষ্ঠ কারিগরি শিক্ষক মেহেরপুর মুক্তিযোদ্ধা আহমদ আলী টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের শিক্ষক এসএম রফিকুল আলম।
শ্রেষ্ঠ মাদ্রাসার শিক্ষক সদর উপজেলার আমঝুপি আলিম মাদ্রাসার শিক্ষক দিলরুবা পারভীন।বিদ্যালয় পর্যায়ের শ্রেষ্ঠ শিক্ষার্থী সন্ধানী স্কুল এন্ড কলেজের দশম শ্রেণীর ছাত্রী নুসরাত আমিরুল তিশা।মেহেরপুর মুক্তিযোদ্ধা আহমদ আলী টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ এর ছাত্রী শিখা খাতুন। শ্রেষ্ঠ মাদ্রাসা ছাত্র হাড়াভাঙ্গা ডি এইস ফাজিল মাদ্রাসার ছাত্র তানভীরুজ্জামান।
সন্ধানী স্কুল এন্ড কলেজের ছাত্র তাসনিয়া জামান।শ্রেষ্ঠ মাধ্যমিক শিক্ষা অফিসার, মেহেরপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আনোয়ার হোসেন। শ্রেষ্ঠ স্কাউট সন্ধানী স্কুল এন্ড কলেজে স্কাউট সদস্য এম এ তাজ। শ্রেষ্ঠ গার্ল গাইড সদস্য একই প্রতিষ্ঠানের নুসরাত আমিরুল তিশা। শ্রেষ্ঠ রোভার মেহেরপুর ছহিউদ্দিন ডিগ্রী কলেজের রোভার মাসুদুর রহমান। শ্রেষ্ঠ বিএনসিসি মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ফাহিম মুনতাসির নাবিল।
শ্রেষ্ঠ প্রধান শিক্ষক মেহেরপুর সদর উপজেলার রাধাকান্তপুর আর আর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুজ্জামান।শ্রেষ্ঠ কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান মুক্তিযোদ্ধা আহমদ আলী টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ এর অধ্যক্ষ শাহীউদ্দিন। শ্রেষ্ঠ মাদ্রাসা প্রধান সদর উপজেলার পিরোজপুর মাদ্রাসার সুপার আসাদুজ্জামান। শ্রেষ্ঠ কলেজ প্রধান মেহেরপুরের মুজিবনগর সরকারের ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রফেসর খোন্দকার কামাল হাসান।
শ্রেষ্ঠ গার্ল গাইড গ্রুপ গাংনী সন্ধানী স্কুল এন্ড কলেজের নুসরাত আমিনুল তিশা। শ্রেষ্ঠ রোভার গ্রুপ ছহিউদ্দিন ডিগ্রী কলেজ।শ্রেষ্ঠ বিএনসিসি মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়। শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক মুজিবনগর উপজেলার দারিয়াপুর মাধ্যমিক বিদ্যালয়ের স্কাউট শিক্ষক আবুল হোসেন। শ্রেষ্ঠ গার্ল গাইড শিক্ষক গাংনী সন্ধানী স্কুল এন্ড কলেজের শুকেশ চন্দ্র বিশ্বাস। শ্রেষ্ঠ রোভার শিক্ষক মুজিবনগর সরকারি ডিগ্রি কলেজের জাহিদ হোসেন চঞ্চল। শ্রেষ্ঠ বিএনসিসি শিক্ষক মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের আব্দুস সালাম এর নাম ঘোষণা করা হয়।