গাংনী প্রতিনিধি :
মেহেরপুর জেলা ছাত্রলীগের ৪জন নেতার বহিস্কারাদেশ প্রত্যাহার করায় গাংনীতে ছাত্রলীগের নেতাকর্মীরা আনন্দ মিছিল করেছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় গাংনী উপজেলা শহরের প্রধান প্রধান সড়কে মিছিল বের করা হয়। পরে গাংনী বাসস্ট্যান্ডের রেজাউল চত্বরে সংক্ষিপ্ত আলােচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন,মেহেরপুর জেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মশিউর রহমান পলাশ,গাংনী পৌর কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলাল উদ্দীন রিন্টু, গাংনী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি তৌহিদুল ইসলাম,ছাত্রলীগ নেতা ইমরান হাবীব,মাহমুদ হাসিব,আল মুম্তাকিন,মানিকসহ ছাত্রীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
২০১৮ সালে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযােগে মেহেরপুর জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইমরান হাবীব, সহ-সভাপতি মাহমুদ হাসিব,গাংনী উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আল- মুস্তাকিম ও কাথুলী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ মানিককে বহিষ্কার করেছিল কেন্দ্রীয় ছাত্রলীগ।
৩ বছর অতিবাহিত হবার পর গত ৬ এপ্রিল বহিস্কৃত ৪ ছাত্রলীগ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। বাংলাদেশ কেন্দ্রীয় ছাত্রলীদের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখ ভট্টাচার্য স্বাক্ষরিত সাংগঠনিক আদেশে গত (৬ এপ্রিল) বুধবার বহিস্কারাদেশ প্রত্যাহার করা হয়।