সাহাজুল সাজু :
পবিত্র রমজান মাসের প্রথম রােজা ছিল রবিবার। রােজার শুরুতেই মেহেরপুরের গাংনী উপজেলা শহরের ইফতারি বাজারে কেনাকাটার ভীড় ছিলাে চােখে পড়ার মতাে।
দিনের ভাগে ক্রেতাশূন্য বাজার থাকলেও বিকেল গড়ার সাথে সাথে ক্রেতারা ভীড় জমাতে থাকে।
অন্যান্য বারের তুলনায় খাদ্য সামগ্রী বিশেষ করে পিয়াজু,ক্ষীরা,মুড়ি,ছােলার ঘগনির দাম বেশি লক্ষ্য করা গেছে। ব্যবসায়ীরা বলছেন আড়ত থেকে পাইকারি মালামাল কিনতে মােটা আকারে টাকা গুনতে হচ্ছে। যার কারণে আমরা খুচরা ব্যবসায়ীরা বেশি দামে খাদ্য সামগ্রী বিক্রি করছি।
এদিকে,ক্রেতারা বলছেন বাজার মনিটরিং করলেই খাদ্য সামগ্রীর দাম কমবে।