মেহেরপুর নিউজ:
আসন্ন রহমত, বরকত, মাগফেরাত ও নাজাতের মাস পবিত্র রমজান। এই পুরো মাস জুড়ে প্রত্যেক মুসলমান নর-নারীর জন্য মহান রাব্বুল আলামীন রোজা রাখা ফরজ করেছেন। সুবেহ সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার এবং ইন্দ্রীয় সুখ উপভোগ থেকে বিরত থাকার নামই রোজা।
শনিবার বিকালের দিকে রহমত, বরকত, মাগফেরাত ও নাজাতের মাসকে স্বাগত জানিয়ে আনন্দ শোভাযাত্রা করেছে মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর এস,কে,ইউ দাখিল মাদরাসা। ইউপি সদস্য আক্তার হোসেনের নেতৃত্বে শোভাযাত্রায় এস,কে,ইউ দাখিল মাদরাসার শিক্ষার্থীসহ শ্যামপুর গ্রামবাসীসহ সকল শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন।
রমজানের রোজা ধনীর মনে গবিবের ক্ষুধার জ্বালা যেমন অনুভব করায়-তেমনি আত্মার পরিশুদ্ধির মাধ্যমে মানবতার খেদমতের শিক্ষা দেয়। এসময় রমজানের পবিত্রতা রক্ষার্থে সব ধরনের অশ্লীলতা পরিহার করার আহ্বানও জানানো হয়।