মেহেরপুর নিউজ:
গত ২ দিনের প্রচন্ড শিলাবৃষ্টিতে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ডাল ও তৈল ভিত্তি বীজ উৎপাদন খামারে মসুরি, মটরশুঁটি, খেসারি, সোয়াবিন ও সূর্যমুখীর ব্যাপক ক্ষতি ।
গত রবিবার দুপুরে এবং গত ২৪ ফেব্রুয়ারি রাতে মেহেরপুরে প্রচন্ড শিলাবৃষ্টি হয়। বিশেষ করে রবিবার দুপুরের দিকে মুষলধারে শিলা বৃষ্টি হওয়ার কারণে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ডাল ও তৈল ভিত্তি বীজ উৎপাদন খামারে মসুরি, মটরশুঁটি, খেসারি, সোয়াবিন ও সূর্যমুখীর ব্যাপক ক্ষতি হয়।
চলতি মৌসুমে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ডাল ও তৈল ভিত্তি বীজ উৎপাদন খামারে ১৩ একর জমিতে মসুরি, ৩ একর জমিতে মটরশুঁটি,৫ একর জমিতে খেসারি,৫ একর জমিতে সোয়াবিন এবং সাড়ে ৫ একর জমিতে সূর্যমুখীর চাষ করা হয়। রবিবারের প্রচন্ড শিলাবৃষ্টিতে আমঝুপি ডাল ও তৈল ভিত্তি বীজ উৎপাদন খামারে রোপনকৃত মসুরি, মটরশুঁটি, খেসারি, সোয়াবিন ও সূর্যমুখীর ৮০-৯০ ভাগ বীজ সম্পূর্ণরূপে নষ্ট হয়ে গেছে।
সরেজমিন দেখা গেছে সূর্যমুখী থেকে শুরু করে মসুরী, খেসারি, মটরশুঁটির সহ অন্য ফসল গুলো মাটিতে নেতিয়ে পড়ে রয়েছে। আমঝুপি ডাল ও তৈল ভিত্তি বীজ উৎপাদন খামারের উপ-পরিচালক আব্দুল্লাহ আল মামুন বলেন ক্ষতির পরিমাণ এতটাই বেশি যে নিরূপণ করা সম্ভব হয়ে ওঠেনি। তবে ৮০ থেকে ৯০ ভাগ বীজ নষ্ট হয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। বাকি যে বীজগুলো উৎপাদন হবে সেগুলো পূর্ণ শক্তি পাওয়া যাবে না বলে তিনি জানান।