গাংনী প্রতিনিধি :
মেহেরপুরের গাংনী উপজেলার হাড়িয়াদহ গ্রামে ট্রলি-পাওয়ার টিলার প্রতিযোগিতা দেখতে গিয়ে পিটুনিতে জামিল উদ্দীন (২৫) নামের এক যুবক আহত হয়েছেন। আহত জামিল একই উপজেলার ধানখােলা ইউনিয়নের জুগিন্দা গ্রামের আলা উদ্দীনের ছেলে।
শনিবার দুপুর ১ টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, হাড়িয়াদহ গ্রামের দক্ষিণপাড়ায় কাঁদার মধ্যে ট্রলি-পাওয়ার টিলার চালানো প্রতিযোগিতার আয়োজন করে স্থানীয় যুব সমাজ। প্রতিযােগিতা চলাকালীন সময় জামিল দর্শকের সামনে দাঁড়িয়ে প্রতিযােগিতা উপভােগ করছিলেন। জামিলের দাঁড়িয়ে থাকার কারণে পিছনের দর্শকরা অসুবিধার সম্মুখীন হচ্ছিলেন। কমিটির লোকজন জামিলকে দর্শকের সামনে থেকে সরে দাঁড়াতে বলেন। এতে জামিল তর্কে জড়িয়ে পড়েন। এনিয়ে কমিটির এক সদস্য জামিলকে লাঠি দিয়ে পিটিয়ে আহত করেন। পরে স্থানীয়রা তাকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।
গাংনী থানা সূত্র জানায়, সংঘর্ষের ঘটনায় খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আহতের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে,আইনগত ব্যবস্থা নেয়া হবে।