মেহেরপুর নিউজ:
ভ্রাম্যমাণ আদালতে মেহেরপুর সদর উপজেলার রাজাপুর গ্রামে নবনির্বাচিত ইউপি সদস্য আখতারুজ্জামান চঞ্চলের বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া ইটভাটা পরিদর্শন করেছেন মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও ইটভাটা মালিক সমিতির সভাপতি হাজী গোলাম রসুল, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইয়ারুল ইসলাম, পৌরমেয়র মাহফুজুর রহমান রিটন ।
বুধবার সন্ধ্যার পূর্বে মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও ইটভাটা মালিক সমিতির সভাপতি হাজী গোলাম রসুল, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইয়ারুল ইসলাম, পৌরমেয়র মাহফুজুর রহমান রিটন ইটভাটা পরিদর্শন করেন। এসময় নেতৃবৃন্দকে কাছে পেয়ে নব নির্বাচিত ইউপি সদস্য ও ইটভাটার মালিক আখতারুজ্জামান চঞ্চল কান্নায় ভেঙে পড়েন।
মেহেরপুর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু সাঈদের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু সাঈদ এর নির্দেশে ইটভাটাটি গুঁড়িয়ে দেওয়া হয়ছে। অভিযান চলাকালে মেহেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সদস্যরা পানি ছিটিয়ে পুড়ানো ইট সহ কাঁচা ইট নষ্ট করে দেয়া হয়। এ সময় সেখানে গ্রামের শত শত সাধারণ মানুষ ক্ষোভ প্রকাশ করেন।
আখতারুজ্জামান চঞ্চল কান্নাজড়িত কণ্ঠে বলেন, একদিন পূর্বে কেবল ভাটায় ইট পোড়ানোর কাজ শুরু হয়েছে। তারপরেই কোন কিছু না জানিয়েই আমার ভাটাটি গুঁড়িয়ে দেওয়া হল। আমি ভাটা ভাঙ্গার বিষয়ে ভ্রাম্যমান আদালতের ম্যাজস্ট্রেটকে প্রশ্ন করলে তিনি বলেন, উপরের নির্দেশ আছে তাই ভাটা ভাঙ্গা হচ্ছে। আপনি জেলা প্রশাসকের অফিসে যোগাযোগ করেন।
তিনি আরো বলেন, কি কারনে কার নির্দেশে আমার ভাটা গুড়িয়ে দেওয়া হলো সেটা আমি কিছুই বুঝতে পারছিনা। ভাটা গুড়িয়ে দেয়ার ফলে প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে।
এবিষয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু সাঈদ সাংবাদিকদের বলেন, এ বিষয়ে কোন কথা বলবোনা।
ইট ভাটা মালিক সমিতির সভাপতি গোলাম রসুল বলেন, রবিবারে আমরা সাংবাদিকদের সাথে নিয়ে জেলা প্রশাসকের কার্যলয়ে বসবো সেখানেই যা বলার বলবো।